۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
খুলনায় জান্নাতুল বাক্বীর পুনঃ নির্মাণের দাবি ও ধ্বংসের শতবর্ষ পূর্তি উপলক্ষে মানববন্ধন পালন
খুলনায় জান্নাতুল বাক্বী ধ্বংসের শতবর্ষ পূর্তি ও পুনঃ নির্মাণের দাবিতে আলোচনা সভা

হাওজা / আহলে বাইয়েত ফাউন্ডেশন খুলনার আয়োজনে সাউথ সেন্ট্রাল রোডে, খুলনাইয় একটি মানববন্ধন পালন করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে বাইয়েত ফাউন্ডেশন খুলনার আয়োজনে সাউথ সেন্ট্রাল রোডে, খুলনাইয় একটি মানববন্ধন পালন করেন।

উক্ত মানববন্ধনে জনাব মোঃ ইকবাল, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী ও হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোত্তর্জা বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত বক্তব্যে জনাব রাজাভী জান্নাতুল বাক্বীর গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বলেন, পৃথিবীর সকল স্থানে বিখ্যাত ইসলামী ব্যক্তিবর্গের মাজার সুরক্ষিত থাকলেও এমনকি বাংলাদেশেও ওলী-আউলিয়াদের মাজারে ক্ষতিসাধনের দুঃসাহস কেউ না দেখলেও জান্নাতুল বাক্বীতে অবস্থিত নবী পাক (সা.)এর আহলে বাইত, সাহাবাকেরাম ও উম্মুল মুমিমিনদের মাজার সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে যা একশত বর্ষ পূর্তি হলো।

তিনি মানববন্ধন থেকে এ মাজারসমূহ পুনঃনির্মাণের জোর দাবি জানান এবং বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহবান জানান।

تبصرہ ارسال

You are replying to: .